Bahumatrik :: বহুমাত্রিক
 
১৩ জ্যৈষ্ঠ ১৪২৭, বুধবার ২৭ মে ২০২০, ১২:০৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজ কুহেলিকা


০১ এপ্রিল ২০২০ বুধবার, ০৭:৫২  পিএম

সৈয়দ মোকছেদুল আলম

বহুমাত্রিক.কম


আজ কুহেলিকা

আপনাকে একটা কথা বলছি খুবই পারসোনাল, প্লিজ আর কাউকে বলবেন না যেন, কাল গভীর রাতে কোনও এক রাজকন্যা
মধুর চেয়েও মিষ্টিকন্ঠে কবিতা আবৃত্তি করে শুনিয়েছে।
আর কবিতার কথাগুলো না কী বলবো-
এতটা টানছে ঘরে থাকা দায়।
কেমন যে উদাস উদাস দেখছি চারপাশ,
মুখরিত সেই রাজকন্যার
স্বপ্নগুলোও কেমন আনমনে বড় ভাবনার জালে জড়িয়ে
আঁটকে দিলো গো -
আজ কুহেলিকা প্রহরে।
কী করে তার স্বপ্নগুলো পূরণ করা যায় তাই ভাবছি।  ভাবছি সোনাবন্ধু ..
বল না কী করে
তার মন খুশিতে ভরিয়ে দেবো?
বল না সই ঐ সোনা খুকীর মুখে এক চিলতে রহস্যময় হাসির ঝিলিক চিরদিনের
মত কখন কিভাবে
সাঁটিয়ে দেবো,
বল না গো প্রিয় বন্ধু আমার।।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।