Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ অগ্রাহায়ণ ১৪২৫, শনিবার ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ পূর্বাহ্ণ
Globe-Uro

আছড়ে পড়ল হেলিকপ্টার, ফরিদুর রেজা সাগর-ব্রাউনিয়া অক্ষত


১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার, ০৪:১০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আছড়ে পড়ল হেলিকপ্টার, ফরিদুর রেজা সাগর-ব্রাউনিয়া অক্ষত

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জনকে বহনকারী হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়েছে। তবে এতে সবাই প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর সহ ছয়জনই সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হেলিকপ্টারের পাইলট গণমাধ্যমকে বলছেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

বিমান ও পর্যটন -এর সর্বশেষ