Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ চৈত্র ১৪২৭, সোমবার ১২ এপ্রিল ২০২১, ৬:৩১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অভিনেতা গাজী রাকায়েত হাসপাতালে


০৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার, ০৯:৪৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


অভিনেতা গাজী রাকায়েত হাসপাতালে

শারীরিক অবস্থার অবনতি হয়েছে অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতের। বুধবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সপ্তাহে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হওয়ার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু এরই মধ্যে তার ফুসফুসের ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনও তার অক্সিজেন লাগছে না। সবাই দোয়া করবেন।

জানা গেছে, ৩১ মার্চ থেকে বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন গাজী রাকায়েত। সিটি স্ক্যান করিয়ে তার ফুসফুসের ইনফেকশন ধরা পড়ে। তারপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত হাসপাতালের কেবিনে আছেন গাজী রাকায়েত।

অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবেও বেশ পরিচিত গাজী রাকায়েতের। গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার পরিচালনা দেশের প্রথম ইংরেজি সিনেমা ‘গোর’।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।