Bahumatrik :: বহুমাত্রিক
 
১৫ শ্রাবণ ১৪২৮, শনিবার ৩১ জুলাই ২০২১, ২:৪৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অবিনাশী যাত্রা


০৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার, ১১:৪২  এএম

গোলাম ফারুক

বহুমাত্রিক.কম


অবিনাশী যাত্রা

সুপ্ত বাসনা গুলো অবিনাশী,
তাড়া দেয় তাঁরে হাসিহাসি।
অভিষ্ট্য লক্ষ্য ডিম্বাধারে আসি,
নিষিক্ত কোষ ভ্রুণ জলে ভাসি।

থামা থামি নাই জানা তাঁর,
বর্ধিষ্ণু ক্রমাগত জঠরেতে মা`র।
বেড়ে বেড়ে করে মাস পার,
ধরায় এসে শুরু-যাত্রা আবার।

অনিবার্য প্রয়োজন রহে তাঁর,
প্রাপ্তির পেছনে ছোটে বারবার।
অবিরত যাত্রায় চলে রথ তাঁর,
মরিচিকার ইশারায় হয় মরু পার।

চলছে তো চলছেই -অফুরান পথ,
আকাঙ্খা তাড়া দেয়,বাড়ে মনে ক্ষত,
অভিষ্ট্য লক্ষ্যে ধায়-চেয়ে শত-শত,
চাওয়া বাড়ে মনে-ধাওয়া প্রথাগত!

ছুটে চলে নদনদী, ছুটে চলে তাঁরা,
যতিহীন চলা তার-ঘুম-নিদ হারা।
কোথা শেষ চলা তার-হয়ে পথহারা?
পিছু চাপে টলছেই-চাপ ভারা ভারা।
 
জীবনের এক দোষ -প্রয়োজন বাড়ে,
পেতে সব দৌড়ায়-ধায় বারেবারে।
থামা মানে মৃত্যু-থেমে গেলে হারে,
অবিনাশী যাত্রার-শেষ ভাগাড়ে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।