Bahumatrik :: বহুমাত্রিক
 
১৭ জ্যৈষ্ঠ ১৪২৭, রবিবার ৩১ মে ২০২০, ৩:৫৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অনন্য দেশ


২৭ মার্চ ২০১৯ বুধবার, ১২:২৯  এএম

সৈয়দ মোকছেদুল আলম

বহুমাত্রিক.কম


অনন্য দেশ

একটা অনন্য দেশ
আমরা ভালবাসি-
রূপের ছটা যায় না আঁকা
অপার সম্ভাবনার-
দক্ষিণে দূর বঙ্গপসাগর।
বিশ্বসেরা সৈকতে রোজ-আমার স্বাধীনতার ভোর।

উত্তরে দ্বার হিমাচলের
হিমেল হাওয়ায় স্নান,
পূব-আকাশে সূর্য হাসির জানায় আহ্বান।
বনবনানীর সবুজ প্রাণের ঘ্রাণ-
পাখপাখালী অহির্নিশি
শোনায় সুধার গান।
দক্ষিণে দূর বঙ্গপসাগর।
বিশ্বসেরা সৈকতে রোজ-আমার স্বাধীনতার ভোর।

আকাশে নীল বাতাস বাউল
মেঘ-পরীদের ধুম,
পল্লী মায়ের ঘুম ভাঙিয়ে কপালে দেয় চুম।
পশ্চিমে আর স্বর্ণ স্মৃতির দেশ-
হাতছানি দেয় ছিন্নপাতা
সীমান্তের ঐ শেষ।
দক্ষিণে দূর বঙ্গপসাগর।
বিশ্বসেরা সৈকতে রোজ- আমার স্বাধীনতার ভোর।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।