Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৩০ মে পর্যন্ত সব আদালত বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ১৬ মে ২০২০

প্রিন্ট:

৩০ মে পর্যন্ত সব আদালত বন্ধ

করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের চলমান ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে সাত বার বন্ধের মেয়াদ বাড়ানো হলো।

শনিবার প্রধান বিচারপতির আদেশ ক্রমে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার জেনারেল এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশের সব আদালত বন্ধ থাকবে। ২১ মে শবে কদরের সরকারি ছুটি, ২২-২৩ ও ২৯-৩০ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে (ঈদুউল ফিতরের ছুটি) এ ছুটির অন্তর্ভুক্ত থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালত বন্ধের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে এই পর্যন্ত সাত বার বন্ধের মেয়াদ বাড়ানো হলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer