Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

২ জুন বসছে বাজেট অধিবেশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ১১ মে ২০২১

প্রিন্ট:

২ জুন বসছে বাজেট অধিবেশন

আগামী ২ জুন থেকে বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ১৯ জ্যৈষ্ঠ, ২ জুন ২০২১ বিকেল ৫টায় জাতীয় সংসদের ১৩তম অধিবেশন তথা বাজেট অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদে (১) প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, করোনাকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশনের সংক্ষিপ্ত আকারে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer