Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

২ উইকেট নিল বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

২ উইকেট নিল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার টি-২০ ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। এরপর ইনিংসের প্রথম বলেই আফগান শিবিরে ধাক্কা দেন মোহাম্মদ সাইফউদ্দিন। বোল্ড করে দেন আগের ম্যাচে ভালো খেলা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে।দ্বিতীয় ওভারে অন্য ওপেনার হযরতউল্লাহকে আউট করেন সাকিব।

আফগানিস্তান ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০ রানে ব্যাট করছে। নাজিব তারাকাই এবং আসগর আফগান ব্যাটিং করছেন। এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। আফগানিস্তানও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে। তবে আফগানদের মতো দাপট বাংলাদেশ দেখাতে পারেনি। বরং জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের সাবলিল জয়ের বিপরীতে কষ্টের জয় পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সাকিবদের আজ তাই ঘুরে দাঁড়ানোর পালা। ত্রিদেশীয় সিরিজে এগিয়ে যাওয়ার পালা।

এর আগে টি-২০ ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তান চারবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ২০১৪ টি-২০ বিশ্বকাপে আফগানদের বিপক্ষে একমাত্র জয় পায়। বাকি তিনটি জয় আফগানদের। এর মধ্যে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করে আফগানিস্তান। এবার ঘরের মাঠে তাই ভালো খেলার চ্যালেঞ্জ বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকা, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, করিম জানাত, ফরিদ মালিক, মুজিব উর রহমান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer