Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২৬ জুলাই বাচসাস-এর নির্বাচন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ২৮ জুন ২০১৯

প্রিন্ট:

২৬ জুলাই বাচসাস-এর নির্বাচন

ঢাকা : চলচ্চিত্র সাংবাদিকতায় দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ তথা বাচসাস। এই সংগঠনের ২০১৯-২০২১ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ জুলাই। বৃহস্পতিবার নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে এই তারিখ জানানো হয়েছে।

বাচসাস-এর এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন আলিমুজ্জামান। তার স্বাক্ষর করা তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে। আগ্রহীরা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফরম সংগ্রহ করতে পারবেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই রাত দশটা পর্যন্ত। ৭ জুলাই মনোনয়ন প্রত বাছাই, ৮ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র সংগ্রাহকরা চাইলে তাদের মনোনয়ন প্রত্র প্রত্যাহার করতে পারবেন ৯ ও ১০ জুলাই। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই রাত ৮টায়।

২৬ জুলাই জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে নির্বাচন। এদিন দুপুর ১২টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত থাকবে ভোটগ্রহণ বিরতি।

বাচসাস-এর বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইকবাল করিম নিশান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer