Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

২২ জানুয়ারী যশোরে মধুমেলা শুরু

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ৭ জানুয়ারি ২০২০

আপডেট: ২১:২৭, ৭ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

২২ জানুয়ারী যশোরে মধুমেলা শুরু

যশোর :বাংলা ভাষা ও সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।’ পিতা রাজ নারায়ণ দত্ত ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী। মাতা জাহ্নবী দেবী ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী।

মাতা জাহ্নবী দেবী ছিলেন, তৎকালীন যশোর জেলার অন্তর্গত কাঠিপাড়ার,বিখ্যাত জমিদার গৌরীচরণ ঘোষের কন্যা। শিশুকালে মধুসূদনের হাতেখড়ি হয়েছিল তাঁদের বাড়ির চন্ডী মন্ডপে। মধুসূদন দত্ত ২৯ শে জুন ১৮৭৩ সনে কলকাতা এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২২ জানুয়ারি থেকে সপ্তাহ ব্যাপী এ মেলা শুরু হবে। এ আয়োজনকে ঘিরে মধুভক্তদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।এদিকে মধু ভক্তদের আকর্ষণীয় করার জন্য মধুমেলায় বসেছে সার্কাস, জাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, নাগরদোলা, ইঞ্জিনচালিত ট্রেন ও বিভিন্ন ভ্যারাইটি স্টলসহ প্রায় সাড়ে ৫০০ ধরনের বিভিন্ন স্টল।

মধুমেলা উপলক্ষে কবির জন্মভূমির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ, জমিদার বাড়ির আম্রকানন, বুড়োকাঠ বাদাম গাছতলা, বিদায় ঘাটসহ মধুপল্লী হাতছানি দিয়ে ডাকছে মধু ভক্তদের। মধু ভক্ত লাখো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে মেলা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer