Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

১০ জুন সংসদের বাজেট অধিবেশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ১৮ মে ২০২০

আপডেট: ২২:৩১, ১৮ মে ২০২০

প্রিন্ট:

১০ জুন সংসদের বাজেট অধিবেশন

চলতি জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন আগামী ১০ জুন শুরু হবে। সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকেল ৫টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার রাতে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী অধিবেশন হবে চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে অধিবেশন শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১১ জুন সংসদ অধিবেশনে আগামী ২০২০-২০২১ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। সংসদে আলোচনা শেষে ৩০ জুন তা পাস হবে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে এবার সংসদ অধিবেশন সংক্ষিপ্ত হবে। একই কারণে গত অধিবেশন মাত্র এক দিনের জন্য বসেছিল। গত ১৮ এপ্রিল মাত্র সোয়া এক ঘন্টায় অধিবেশনটি শেষ হয়। এরআগে ২২ মার্চ আহ্বান করা সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়।

সূত্র জানায়, প্রতিবছর খসড়া বাজেট অনুমোদনের জন্য সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের দিনে সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক হয়। এবারো অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হবে। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খসড়া বাজেট অনুমোদন করার পর তা সংসদে পেশ করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer