Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সুবর্ণ-স্মরণ

সৈয়দ মোকছেদুল আলম

প্রকাশিত: ০২:০৭, ২৮ জুন ২০১৯

প্রিন্ট:

সুবর্ণ-স্মরণ

-‘প্রাণিবন্ধু’ কর্পোরাল মোঃ আবদুর রউফ (১৯৭৯-২০১৮)

হৃদয় ছোঁয়ে বয় অজানা কষ্ট
শোনিতের স্রোতধারা-
অদ্ভুত সময় এক পাগলপারা; পেতে আছে কান যে তরুণ প্রাণ
অন্তিম শয়ানে-
তরুবিথীতলে; না সয় শোক তাঁর,
বাকহীন পোষা প্রাণীর নয়নে সে
কথা ঝরে অশ্রুপাতে, সহে না
পরান।

পিতার বুকে পৃথিবীর ভার
কেউ না পারে নোয়াবার,
নাড়ীছেঁড়া ধন শূন্যপাথার মায়ের কোলে না পারে ফেরাবার।

কৈশর কেবল তখন হঠাৎ তুফান
দামামা বাজে, জীবনযুদ্ধ জাগে অনির্বাণ-
নিয়তির ভোমানলে পুড়ে বিশুদ্ধতার তারুণ্য ভবিষ্যত।

কেবলি স্বপ্নতরু মেলেছিল ডানা
মরুতে প্রেম ফল্গুধারা
পাথরে সবুজ পল্লব
গুচ্ছ গুচ্ছ গুল্মলতার জড়াজড়ি, ভালবাসার কত কথা, কত স্মৃতি
ছড়ায় পুস্প সুবাস পথের ধুলিকনায়
সেনাবেশে বীর অবিরত ছুটে চলা,
রাতেরে করে দিন
আপনার চেয়ে আপন অচেনা পরশে করেছে খাঁটি সোনা।


জননীর রূপ স্বদেশ স্বরূপ
নয়নের কোণে-
একইরূপে সাজে
নিভাজ বসন সেনা,
উঁচুবুকে ভারীবুট ঠুকে
কঠিন শপথমুখে জানায় স্যালুট শেষ শ্রদ্ধায়
অপলক রয় তাকিয়ে।

সবুজ দেশের বুকে
ঢেউ খেলে দোলে
রক্তিম সূর্যের আভা-
নতুন প্রভাত আনে ফিরে
নীরবে সে মিশে সরব পৃথিবীর ভীড়ে।

 গাজীপুর, ১৮ আগস্ট ২০১৮

*পূর্বে প্রকাশিত

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer