Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সবাই ভ্যাকসিন পাবেন: ডব্লিউএইচও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২১ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

সবাই ভ্যাকসিন পাবেন: ডব্লিউএইচও

ভ্যাকসিন পাওয়া নিয়ে আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।সংস্থাটির সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাওয়ের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এতথ্য জানানো হয়।

মারিয়েঙ্গালা সিমাও বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। কারোরই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি ভ্যাকসিন পেতে যাচ্ছেন।

ডব্লিউএইচওর সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে তিনি আরো বলেন, বিশ্বের সকল দেশের সকল জনগণ যাতে ভ্যাকসিন পায় সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

সিমাও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪০ টিরও বেশি উচ্চ আয়ের দেশ। আমরা আশা করছি ফেব্রয়ারির শেষ নাগাদ দেশগুলোতে ভ্যাকসিনের প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে।

ডব্লিউএইচও কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ জন্য তারা ৫টি ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানির সাথে ২শ কোটি ডোজ পাওয়ার চুক্তি করেছে। চলতি বছরের শেষ নাগাদ অংশগ্রহণকারী প্রতিটি দেশের ২০ শতাংশ লোককে তারা ভ্যাকসিনেরআওতায় নিয়ে আসবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer