Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

শ্রীলংকায় নতুন সেনাপ্রধান নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২০ আগস্ট ২০১৯

আপডেট: ০৯:৫১, ২০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

শ্রীলংকায় নতুন সেনাপ্রধান নিয়োগ

ঢাকা : শ্রীলংকায় সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল সাভেন্দ্র সিলভা (৫৫)।মানবাধিকার রেকর্ড নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও সোমবার তার হাতে দায়িত্ব তুলে দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

চলতি বছরের জানুয়ারিতেই তাকে সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ পদ ‘চিফ অব স্টাফ’ করা হয়। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধানের দায়িত্ব দেয়ার আগে সিলভাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়।

২০০৯ সালের গৃহযুদ্ধকালে সেনাবাহিনীর একটি বিশেষ ডিভিশনের কমান্ডার ছিলেন সিলভা। বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের বিরুদ্ধে অভিযানকালে তিনি যুদ্ধাপরাধ করেছেন বলে জাতিসংঘের এক তদন্ত রিপোর্টে উঠে আসে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer