Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

যশোরে ৯৯৯ উদ্বোধন

কাজী রকিবুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২৩:৪৬, ২০ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

যশোরে ৯৯৯ উদ্বোধন

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : যশোর জেলা পুলিশের উদ্যোগে প্রায় ৭০০ বাস, মিনিবাস ও পরিবহনে ‘জরুরী সেবা ৯৯৯’ এ স্টিকার লাগানো শুরু হয়েছে। সোমবার দুপুরে যশোর পুরাতন বাসটার্মিনাল মনিহার এলাকায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন স্টিকার লাগানোর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন যশোর বাসমালিক সমিতির সভাপতি আলী আকবার, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, বাংলাদেশ পরিবহন শ্রমিক সংস্থা (২২৭) সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাসলিম আলম, যশোর ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু কুমার মুন্সি, সাখাওয়াত হোসেন, আনন্দ চন্দ্র রায়, প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, যশোরের ১৮ রুটের সকল বাস, মিনিবাস ও পরিবহনে জরুরী সেবায় ৯৯৯ স্টিকার লাগানো হবে। প্রতিটি স্টিকারে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও লেখা থাকবে। যাত্রীসাধারণ যে কেউ কোন সমস্যায় পড়লে ৯৯৯ কল করে জরুরী সেবা নিতে পারবেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer