Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মঙ্গল শোভাযাত্রা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ১৪ এপ্রিল ২০১৯

আপডেট: ১১:২৮, ১৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

মঙ্গল শোভাযাত্রা শুরু

ছবি- সংগৃহীত

ঢাকা : ১৪২৬ সালের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ ও টিএসটি মোড় ঘুরে ফের চারুকলার সামনে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম।

এবারের শোভাযাত্রার স্লোগান হলো- ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে।` এই চরণটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের `নৈবেদ্য` কাব্য থেকে নেয়া হয়েছে।

শোভাযাত্রার উদ্বেধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer