Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ভাঁজ করা ফোন নিয়ে আসছে স্যামসাং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২০ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভাঁজ করা ফোন নিয়ে আসছে স্যামসাং

ঢাকা : স্যামসাং আগামী বছরের জানুয়ারির মধ্যে বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে চমকপ্রদ সব ফোন সেট। এর মধ্যে একটি হচ্ছে ‘ফোল্ডেবল ফোন’। যা হবে বিশ্বের প্রথম ভাঁজ করা যাবে এমন বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন।

ভাঁজ করার সুবিধাযুক্ত প্লাস্টিকের ডিসপ্লে নির্ভর স্মার্টফোনটি বাজারে এনে সবাইকে চমকে দিতে চায় দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এই নিয়ে একটি প্রেজেন্টেশনও দিয়েছে স্যামসাং। পরের বছরের মধ্যে মোট পাঁচটি ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন বাজারে নিয়ে আসছে তারা। এগুলি হল গ্যালাক্সি এস ৮, গ্যালাক্সি এস৮ এজ, গ্যালাক্সি নোট ৭, গ্যালাক্সি নোট ৭ এজ। আর ‘গ্যালাক্সি এক্স’। এই ‘গ্যালাক্সি এক্স’ ফোনটি হবে ‘ফোল্ডেবল’।

স্যামসাং-এর ‘গ্যালাক্সি এক্স’ ফোল্ডেবল ফোনটি হবে ‘অর্গানিক লাইট এমিটিং ডায়ডস’ বা ‘ওএলইডি’ ডিসপ্লে সমৃদ্ধ। এর ‘ফোল্ডেবল’ স্ক্রিনটি হবে ‘ফোর কে’ প্রযুক্তির। নতুন প্রযুক্তির ফোনকে খুব সহজে বাজার লভ্য করতে বারবারই ‘অ্যাপেল’-কে প্রতিযোগিতায় ফেলেছে স্যামসাং।

এবার আগেভাগে বিশ্বের প্রথম ‘ফোল্ডেবল ফোন’ আনার কথা ঘোষণা করে ‘অ্যাপেল’-এর উপর চাপ বাড়াল স্যামসাং।

মোবাইল প্রযুক্তির বিশেষজ্ঞদের মতে, স্যামসাং এখন শুধু উন্নতমানের ডিসপ্লে সমৃদ্ধ ফোন বানিয়েই বিরত থাকতে চাইছে না। তারা এমন এক ফোন বাজারে আনতে চাইছে যাতে অত্যাধুনিক প্রযুক্তি ঠেসে দেওয়া শুধু যাবে না, তা খুব সহজে বহন করাও যাবে।

সূত্র: এবেলা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer