Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বুকার পেলেন স্কটিশ লেখক ডগলাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ২০ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বুকার পেলেন স্কটিশ লেখক ডগলাস

এ বছর বুকার পুরস্কার পেয়েছেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট।‘শুগি বেইন’ উপন্যাসের জন্য এ পুরস্কার পেলেন ৪৪ বছর বয়সী এই লেখক। এটা তার প্রথম উপন্যাস।

স্থানীয় সময় বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয় বলে আল জাজিরা জানিয়েছে।পুরস্কারের জন্য ডগলাস পাচ্ছেন নগদ ৫০ হাজার পাউন্ড।

 ‘শুগি বেইন’ কিশোর শুগিকে উপজীব্য করে লেখা একটি বই। বইটি নিজের মাকে উৎসর্গ করেছেন ১৬ বছর বয়সে মাকে হারানো লেখক।প্রতিক্রিয়ায় ডগলাস বলেন, বইয়ের প্রতিটি পাতায় মা সম্পর্কে আমি পরিষ্কার করে বলেছি। তাকে ছাড়া আমি এখানে আসতে পারতাম না।

উপন্যাসটিতে লেখকের নিজের জীবনের ওপর ভিত্তি করে গল্প তুলে ধরা হয়েছে। আশির দশকের গ্লাসগোতে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠে এক কিশোর। যার মা লড়ছেন মাদকাসক্তির বিরুদ্ধে।

যুক্তরাজ্য ১৯৬৯ সাল থেকে সাহিত্যে `ম্যান বুকার` পুরস্কার দেয়। ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য ঘোষণা করা হয় এই পুরস্কার।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer