Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিআরটিএ থেকে লাইসেন্স পেল উবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৫ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বিআরটিএ থেকে লাইসেন্স পেল উবার

ঢাকা : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে বুধবার নিবন্ধন সনদ পেয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবার।অ্যাপসের মাধ্যমে যাত্রী পরিবহনের অন্যতম বড় কোম্পানি উবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘রাইড শেয়ারিং সেবা নীতিমালা ২০১৭’-এর শর্ত মানায় তারা লাইসেন্স পেয়েছেন।

লাইসেন্স পাওয়ার পর উবারের পূর্ব ভারত ও বাংলাদেশ প্রধান রাতুল ঘোষ বলেন, ‘বাংলাদেশে উবারের জন্য অনেক ভালো একটি দিন। বিআরটিএ ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ।’

গত মাসে বাংলাদেশে পথচলার তিন বছর পূর্তিতে ‘উবার পুল’ নামে নতুন একটি সেবা চালু করেছে। এর মাধ্যমে একটি গাড়িতে একই পথের একাধিক যাত্রী যাতায়াত করতে পারবেন। এতে যাত্রী ভাড়া ৪০ শতাংশ পর্যন্ত কমে যাবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে যাত্র করা উবার দেশের ঢাকা চট্টগ্রাম ও সিলেটে চালু আছে । তার মধ্যে ঢাকায় এখন মোটরসাইকেল; উবার এক্স, প্রিমিয়াম, এক্সএল ও হায়ার ব্যবস্থা চালু আছে। চট্টগ্রামে সিএনজি, মোটরসাইকেল, গাড়ি ও অটোরিকশা চলে উবারে। সিলেটে চলে শুধু গাড়ি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer