Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাতাসে বইছে মৃদু তাপপ্রবাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২৮ মার্চ ২০২০

প্রিন্ট:

বাতাসে বইছে মৃদু তাপপ্রবাহ

ঢাকা : আর কিছুদিন পরেই বিদায় নিবে বসন্ত। বতাসে বইবে গ্রীষ্মের খরতাপ। ইতোমধ্যেই বাতাসে বইছে মৃদু তাপপ্রবাহ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার আভাসই দিয়েছে আবহাওয়া বিভাগ।শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ফরিদপুরে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, সিলেট, পাবনা, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এপ্রিলের শুরুতেও গরম আবহাওয়া থাকবে।

এ দিকে এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলেও আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer