Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাংলায় এসএমএস পাঠালে অর্ধেক খরচ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ১৯ জুন ২০১৯

প্রিন্ট:

বাংলায় এসএমএস পাঠালে অর্ধেক খরচ

ঢাকা : মোবাইল ফোনে বাংলায় এসএমএস (মেসেজ) পাঠালে খরচ অর্ধেক ছাড় দেয়া হবে। মাতৃভাষার ওপর জোর দিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ইতিমধ্যে বিটিআরসির পক্ষ থেকে মোবাইল ফোন অপারেটরগুলিকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অনুয়াযী মোবাইল ফোন অপারেটরগুলোকে বাংলায় এসএমএসের জন্য ২৫ পয়সা চার্জ নির্ধারণ করতে বলা হয়েছে।

বর্তমানে একটি এসএমএস পাঠাতে সর্বোচ্চ ৫০ পয়সা করে চার্জ কর্তন করা হয়। কিন্তু ২০ জুন থেকে বাংলায় লেখা প্রতিটি স্থানীয় এসএমএসের চার্জ কমিয়ে ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি গত বৃহস্পতিবার (১৩ জুন) এই নির্দেশনা জারি করে মোবাইল অপারেটরগুলিকে ২০ জুন থেকে এই ব্যবস্থা কার্যকর করতে বলেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer