Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ফরিদা পারভীনকে হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ১২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

ফরিদা পারভীনকে হাসপাতালে ভর্তি

করোনায় আক্রান্ত খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ কয়েকদিন বাসাতেই চিকিৎসা নিলেও সোমবার দুপুরে এই শিল্পীকে হাসপাতালে স্থানান্তর করা হয়।  

সোমবার বিকেলে এই শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে৷ ডাক্তারের পরামর্শে খুব দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কয়েকদিন বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি, সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer