Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

দেশে ফিরেছেন স্পিকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ৫ জুলাই ২০১৯

প্রিন্ট:

দেশে ফিরেছেন স্পিকার

দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল এসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাশিয়ার মস্কোতে যান স্পিকার।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল এসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশন আয়োজিত দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ এর ‘ইন্টার-পার্লামেন্টারি কো-অপারেশন:প্রিন্সিপালস, ট্রেন্ডস এন্ড ইনস্টিটিউট’ শীর্ষক সেশনে বক্তব্য রাখেন তিনি।

বুধবার সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯’ শীর্ষক কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer