Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

টনটন ছেড়ে নটিংহ্যামে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ জুন ২০১৯

প্রিন্ট:

টনটন ছেড়ে নটিংহ্যামে বাংলাদেশ

ঢাকা : বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টি টার্গেট করে গিয়েছিল বাংলাদেশ দল। তাদের টার্গেটে ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে জয়ও। কিন্তু সে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক হওয়ায়, এবার অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে দরকার অন্তত ১টি জয়।

এ মিশনে টাইগারদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ২০ জুন নটিংহ্যামের ট্রেন্টব্রিজে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ।

অতীত ইতিহাস কিংবা পরিসংখ্যান- সবই টাইগারদের প্রতিকূলে থাকলেও, যেকোনো মূল্যে এ ম্যাচে জয় চায় মাশরাফি বিন মর্তুজার দল। সে লক্ষ্য নিয়েই মঙ্গলবার টনটন ছেড়ে নটিংহ্যাম পৌঁছেছে বাংলাদেশ দল।

স্থানীয় সময় বেলা ১১টার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) দিকে টিম বাসে করেই টনটন থেকে নটিংহ্যামের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। প্রায় সাড়ে ৬ ঘণ্টার লম্বা ভ্রমণ শেষে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে নটিংহ্যাম গিয়ে পৌঁছায় পুরো দল।

মাঝে স্থানীয় এক হোটেলে যাত্রাবিরতি দিয়ে পুরো দল একসঙ্গে নিজেদের মধ্যাহ্ন আহার সেরে নেয়। পরে নটিংহ্যাম পৌঁছে চেইন হোটেল পার্ক প্লাজায় চেক ইন করেন মাশরাফি-সাকিবরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত এ হোটেলেই থাকবে টিম বাংলাদেশ।

নটিংহ্যামের আবহাওয়ার খবর অবশ্য খুব একটা ভালো না। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। আবহাওয়ার পূর্বাভাস আজ ও আগামীকাল অর্থাৎ, ম্যাচের আগের দু`দিন বৃষ্টি হয়ে পারে নটিংহ্যামে। এ দু`দিন বৃষ্টির সম্ভাবনা ৪০-৬০ শতাংশ। তবে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং, আপাতত ম্যাচ নিতে চিন্তার কোনো কারণ নেই টাইগার ভক্ত-সমর্থকদের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer