Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ২৫ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীর একটি ভোট কেন্দ্র থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর ২ বছরের কারাদণ্ড পাওয়া নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি মামলার বিরুদ্ধে আপিল করে জামিন পেয়েছেন।

বুধবার বিকেলে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা আপিল আবেদন ও অস্ত্র মামলায় জামিন আবেদনের শুনানি শেষে আপিল আবেদন গ্রহণ করে জামিনের আদেশ দেন।

তবে আদালত অস্ত্র আইনে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করায় সহসা তিনি মুক্তি পাচ্ছেন না।

রনির আইনজীবী এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভ্রাম্যমান আদালতের দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করে আদালত জামিন দিয়েছেন। কিন্তু অস্ত্র মামলায় জামিনের আবেদনটি আদালত বিবেচনা করেননি। তাই আমরা রনির জামিনের আবেদন করবো হাইকোর্টে।’

গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নূরুল আজিম রনি (২৭) কে অস্ত্রসহ আটক করে ভ্রাম্যমান আদালতের জুডেশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer