Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

জর্ডানে ১২ বছর বয়সীরাও টিকা পাবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২৫ জুলাই ২০২১

প্রিন্ট:

জর্ডানে ১২ বছর বয়সীরাও টিকা পাবে

জর্ডানে ১২ বছরের শিশুরাও এখন থেকে করোনা ভাইরাসের টিকা পাবে।শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, এখন থেকে ১২ বছর এবং তার চেয়ে বেশি বয়সীদের করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর জন্য আগে থেকে অ্যাপয়নমেন্ট করার দরকার হবে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, টিকা গ্রহণের বিষয়টি ঐচ্ছিক। অভিভাবকের অনুমতি ক্রমে ১৮ বছরের কম বয়সীরা ফাইজারের টিকা নিতে পারবে।

দেশটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফাইজার/বায়োএনটেকের ৫০ লাখ টিকা পেয়েছে।জর্ডানের জনসংখ্যা এক কোটি। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে সাত লাখ ৬৩ হাজার ৯শরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং নয় হাজার ৯শরও বেশি লোক মারা গেছে।

এ পর্যন্ত দেশটিতে প্রায় ১৯ লাখ লোক করোনা টিকার পুরো ডোজ গ্রহণ করেছে। আর ২৭ লাখ লোক টিকার প্রাথমিক ডোজ নিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ১২ বছর বয়সীদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদন করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer