Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জননী, তিনিই তো সেরা যোদ্ধা

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ০২:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

জননী, তিনিই তো সেরা যোদ্ধা

‘মা’ -ছবি: প্রতীকী

মহামারির মহাযুদ্ধ, তবু ভীত নন একজন!
অসীম শক্তি ও সাহসে বলীয়ান-তিনি জননী আমার
মরণঘাতী ভাইরাস ভয়ে যখন কাঁপছিল সবাই
সব ভয় তুচ্ছ করে সেবার হস্ত প্রসারিত তাঁর
‘চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে’-দৃপ্ত প্রত্যয়ে তিনিই তো বলতে পারেন!
রাত বারোটা পেরিয়েছে; তবুও নির্ঘুম জননীর মায়া মাখা হাত আমার তপ্ত কপোলে,
‘সমস্যা নেই, আমি আছি তো-মাথায় পানি দিয়ে দিবো?’
রাত তিনটা গড়িয়েছে, তখনও নামেনি জ্বর; উৎকণ্ঠায় শিথানে বিনিদ্র জননী
‘মনোবল হারাইসনা, গা মুছে দিচ্ছি’
রিপোর্ট এসেছে-পজেটিভ; উৎকণ্ঠা সরিয়ে মা বলে যাচ্ছেন,
‘করোনা’ ‘কটরোনা-ওসব কিছু না, সব ঠিক হয়ে যাবে’
তাহাজ্জুতের নামাজে সিজদায় লুটিয়ে জননীর ফরিয়াদ, তাঁর সন্তান যেন সহসাই উঠে সেরে
রাত গড়িয়ে ভোর-তবু ঘুম নেই চোখে তাঁর; ঘুরেফিরে আসছেন ছেলের কক্ষেই
কাশির শব্দে রসুন ছেচে সরিষার গরম তেল নিয়ে ব্যাকুল জননী এসেছেন ছুটে
বুকে-পিঠে মালিশ করে জানতে চাইছেন ‘যন্ত্রণা কী কমলো একটু?’
‘আমি ঠিক আছি, আপনি গিয়ে একটুখানি ঘুমান’-ছেলের অনুরোধ ফিরিয়ে
অশীতিপর জননী ঠাঁয় বসে, ‘নারে পুত্ আমার কোন অসুবিধা হচ্ছে না’
ঠিকই বলেছেন মা, বিনিদ্র জননীর তবু অসুবিধে নেই
মহামারির এই মহাযুদ্ধে যেন মৃত্যুর কাছ থেকেই ছিনিয়ে আনলেন সন্তানকে
জননীর ভয়ে কিংবা সম্মান করে যেন পালিয়েছে করোনা !
চৌদ্দতম দিনে পরীক্ষার ফল ‘নেগেটিভ’ জেনে উচ্ছ্বাসে জননীর চোখে আনন্দাশ্রু!
বিশ্বের সব হাসি যেন আজ লড়াকু জননীর মুখে
তাঁর ধূসর পৃথিবী যে আজ সেজেছে নতুন রূপে
নবজন্মের এই স্বাদ-এই করোনাজয়ী হাসি
অতল শ্রদ্ধায় লুটিয়েছি তাই জননীর পদতলে

বিরামপুর,সদর,যশোর
১৫ সেপ্টেম্বর ২০২০

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer