Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কিছুই শেষ হয়ে যায়নি : পাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

কিছুই শেষ হয়ে যায়নি : পাপন

ঢাকা : আফগানিস্তানের সাথে চট্টগ্রামে একমাত্র টেস্টে হারের পর চারিদিকে যখন ক্রিকেটারদের ব্যর্থতার সাথে সমালোচনা চলছে, এরকম এক প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা দলের সিনিয়র ক্রিকেটারদের মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ডেকে নিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আর সব প্রশ্নের উত্তর দিতে বুধবার মিরপুরে বোর্ড কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নাজমুল হাসান।সেখানে ম্যাচ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে নানান কথা হয়েছে বলে জানান তিনি।

``টেস্ট ম্যাচটা আমরা হেরে গেছি তাই সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি, আজ আরো অনেকের সাথে কথা হল। আপনারা অনেকে ভাবছেন শেষ হয়ে গেছে, আমি বিশ্বাস করি না। এরকম কষ্ট আমরা আগেও পেয়েছি, তবে এটাই সবচেয়ে কষ্টের না, এখনো আমার সবচেয়ে কষ্ট লাগে বিশ্বকাপে ভারতের কাছে হারা ২ রান বাকি ছিল, এছাড়া নিদাহাস ট্রফি আর এশিয়া কাপের ফাইনালে হারাও কষ্টের ছিল। তবে এই হার নিয়ে এতো কিছু বলার নেই।``

তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব আছে এমন অভিযোগের জবাবে নাজমুল হাসান বলেন-``আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছি, ইংল্যান্ড এখন বিশ্ব চ্যাম্পিয়ন, ওদের যখন আমরা হারিয়েছি, তখন আমরা তলানীতে, ওরা হেরে শেষ হয়ে যায়নি। ক্রিকেটে গ্যারান্টেড বলে কোনো ব্যাপার নাই। আমাদের পেসার নাই স্পিনার নাই এমন না, বিশ্বের সেরা মানের স্পিনার আছে, ভালো পেসার আছে, হতে পারে আমাদের পেস কম।``চট্টগ্রামে আফগানিস্তানের টেস্ট ম্যাচ চলাকালেও একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মি. হাসান।

সেসময় দলের পারফরম্যান্সে নিজের ক্ষোভ জানিয়ে দলীয় পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।ওদিকে চটগ্রামে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের হতাশা গোপন করেননি সাকিব আল হাসানও।নিজের অধিনায়কত্ব নিয়ে খুব একটা আগ্রহী নন বলেও জানিয়েছিলেন তিনি।

তবে বিসিবি সভাপতির ব্যাখ্যা, ``ওর টেস্টের ব্যাপারে আগ্রহ খুব একটা নেই, বাইরে যখন দল যাচ্ছিলো, তখনও বিশ্রাম চাচ্ছিলো। অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে। আমাদের হাতে যা অপশন আছে তাতে সেই সেরা। সাকিব আমাদের সাথে বললে সরাসরি কথা বলবো, মনটন তো খারাপ হয়ই।``

প্রশ্ন ঊঠেছে দলের তরুণদের পারফরম্যান্স নিয়ে। ধারাবাহিক ব্যর্থতার পরও অনেকে খেলে যাচ্ছেন দলে।

``সৌম্য, লিটন টেস্টের জন্য না, তামিম নাই, ইমরুল বাচ্চার অসুস্থতার জন্য ছুটিতে গেছে তাই ওরা খেলেছে, এখন পরিস্থিতি বুঝতে হবে"।

আপনারা আমাদের ছেলেদের অনেক আন্ডারএস্টিমেট করেন, এতো খারাপ ওরা না।।``বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer