Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

এবার ভারতের ৮০ শহর লকডাউন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ২৩ মার্চ ২০২০

প্রিন্ট:

এবার ভারতের ৮০ শহর লকডাউন

ঢাকা : কলকাতা, মুম্বাই, চেন্নাই দিল্লিসহ ভারতের ৮০ টি শহরে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, দেশের যে ৭৫টি জেলায় করোনা সংক্রমিত ব্যক্তিকে পাওয়া গেছে, সেগুলিতে লকডাউন করে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে যে কলকাতা এবং লাগোয়া বিধাননগর এবং নিউটাউন, হাওড়াসহ সবকটি পুরশহরকে লকডাউন করে দেওয়া হয়। এই ঘটনার এক দিন পরেই দেশটির ৮০ টি শহর লকডাউন করা হলো।

এই নিষেধাজ্ঞার ভেতরে যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন বা বাস টার্মিনাল থেকে বাড়ি যাওয়ার জন্য ছাড় দেওয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer