Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

একসঙ্গে চার সন্তান প্রসব

কাজী রকিবুল ইসলাম, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ২৪ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

একসঙ্গে চার সন্তান প্রসব

ছবি : বহুমাত্রিক.কম

যশোর: মীরা খাতুন (২০) নামে এক গৃৃহবধু যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি ক্লিনিকে চারটি নবজাতকের জন্ম দিয়েছে। গাইনী ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার সিজারের মাধ্যমে এ চারটি সন্তান প্রসব করান। তাদের ভিতর ১টি ছেলে ও ৩টি মেয়ে তারা সকলে সুস্থ আছে।

ওই গৃৃহবধু হলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গবরডাঙ্গা গ্রামের সবুজ হোসেনের স্ত্রী। তিনি একই উপজেলার নলডাঙ্গা তেলকুপ গ্রামের অলিয়ার রহমানের মেয়ে।

গৃহবধুর শ^শুর তবিবর রহমান জানান, গত দুই বছর আগে সবুজ ও মীরার পারিবারিক ভাবে বিবাহ হয়। শুক্রবার সকাল দশটার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের কিংস হাসপাতালে ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার এ অপারেশন করেন। আমরাও পারিবারিক ভাবে সকলেই খুশি।

ডাক্তার নিকুন্জো বিহারী গোলদার সত্যতা শিকার করে বলেন, চারটি শিশু সুস্থ্য আছে। কিংস হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার শামসুল আরেফিনের সাথে তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৪টি নবজাতক ও তাদের মা সুস্থ আছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer