Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঈশ্বরকে আমি দেখেছি

ডাঃ মোঃ কফিল উদ্দিন চৌধুরী

প্রকাশিত: ২৩:৫৫, ২৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঈশ্বরকে আমি দেখেছি

ঈশ্বর কি শুধু মসজিদের আজানে,
কিংবা কাবার তওয়াফে।
সারাদিনের রমজানের উপবাসেই কি
আত্মপশুত্বের মুক্তি?
ঈশ্বরকে আমি দেখেছি
দুর্ভিক্ষে কাতর মনুষের আর্তনাদে।
নিজের ক্ষুদ্র দানে,
বুভূক্ষের মুখে ফুটে উঠা হাসিতে।
ঈশ্বরকে আমি দেখেছি
খলিফা ওমরের খেঁজুর পাতার ভঙ্গুর কুটিরে
অথবা আরব ভূমের প্রজার অনাহারে
নিজ উপবাসে।
ঈশ্বরকে আমি দেখেছি
হাজী মহসিনের দানে,
অধিকার হারা আত্মপীড়িতের যাতনায়
কিংবা
বিটল্সের গানে।
ঈশ্বর কি শুধু কুরআনের হরফে-হরফে,
কিংবা পূজার নৈবদ্যে,
গির্জার ঘন্টা ধ্বনি আর প্রার্থনা সংগীতে,
কিংবা আত্মশুদ্ধির তাড়নায় বৌদ্ধ ভানতের জাফরানী চিবর পরিধানে?
আমি ঈশ্বরকে দেখেছি
সদ্য জন্ম নেয়া নবজাতকের কান্নায়,
কিংবা শতায়ু কোন মানবের মৃত্যুর যন্ত্রনায়,
সদ্য বীজ হতে গজানো পৃথিবীর আলো দেখা কোন বীরুতের দু’টি পাতার চারায়।
আমি ঈশ্বরকে দেখেছি
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে,
কিংবা ভূমিকম্পে মাটিতে মিশে যাওয়া কোন জনপদে।
কালবৈশাখীর তান্ডবলীলা, সমুদ্রের প্রমত্ত ঘূর্ণিঝড়,
পৃথিবীর সকল হাসি, সকল কান্না,
সকল গান, সকল সুরের তালে,
কোথায় নেই তুমি পরমাত্মা।
ঈশ্বরকে আমি দেখেছি
বিজ্ঞানী আইনস্টাইনের মস্তিষ্কের অনুরনে,
কিংবা অচল কায়ার স্টিফেন হকিংসের শুধুমাত্র ডান হাতের সচল দু’টি আঙ্গুলে।
দেবী দূর্গার মুখ আমি দেখেছি সত্যের সন্ধানী লেখিকা অরুন্ধতীর মুখে।
সরস্বতীর আশির্বাদ দেখেছি আমি কবি গুরু রবীন্দ্রনাথের কোন গীতে।
ঈশ্বরকে আমি দেখেছি
ফুটবল জাদুকর ম্যারাডোনার ক্রীড়াশৈলিতে,
কিংবা যুদ্ধ বিদ্ধস্ত প্রত্যন্ত আফগান কুটিরে ছোট্ট নারী শিশুটির শিক্ষানুরাগে।
ধর্মান্ধতা, কুসংস্কার আর অবিশ্বাসের বাগাড়ম্বরে,
আমি বিদ্রুপ মাখা ঈশ্বরের অট্টহাসি দেখেছি।
ঈশ্বর কি শুধু পবিত্র নিরাপদ নগরী মক্কায়
কিংবা গয়া-কাশি দর্শনে?
লুম্বিনীর বোধি বৃক্ষতল কিংবা
গঙ্গোত্রীর হিম শিখরে ঋষি মগ্ন ধ্যানেই কি দেখা মিলবে জগদ্বীশ্বরে?
আমি ঈশ্বরকে দেখেছি
পৃথিবী প্রতিটি ধূলিকনায় কিংবা পানির অনুতে-অনুতে।
নিজের মনে নিজের প্রতিটি রক্ত কনিকায়-কনিকায় ঈশ্বরের জয়গান।
দেহের প্রতি কোষ-কলায় তার স্তুতি।
আমি ঈশ্বরকে দেখেছি
পৃথিবীর প্রতিটি ধ্বংসে, প্রতিটি যুদ্ধে।
প্রতিটি সৃষ্টিতে, কিংবা শান্ত বাতাসে জলপাই বাগিচার পাতার ঝিল্লর ধ্বনিতে
ঈশ্বরের শান্তির সুর বাজে।
বাউলের ভক্তিতে, সুফীবাদের দর্শনে,
ফরাসী বিপ্লবের কন্যা জোয়ান অব আর্কের আত্মোৎসর্গে,
রাশিয়ার জারের পতন,
কিংবা ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম
কোথায় নেই ঈশ্বরের ভাষা, ঈশ্বরের লীলাখেলা।
ঈশ্বর অবলা নারীদের সাথে,
বিবি খাদিজা, বিবি ফাতেমার সাথে, রাবেয়া বসরীর ধর্ম দর্শনে
কিংবা বেগম রোকেয়ার “সুলতানার স্বপ্ন” কোথায় নেই অন্তর্যামী।
ঈশ্বর স্বর্গে, ঈশ্বর মর্তে।
মানবতার মাঝেই আমি ঈশ্বরকে দেখেছি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer