Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আকিব শিকদারের দু’টি কবিতা

প্রকাশিত: ১২:৫৯, ২৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

আকিব শিকদারের দু’টি কবিতা

চুপ

চুপ করে রও চুপ-
এখন আমি জ্বলছি ভীষণ
অগ্নিগিরির চূড়ায় যেমন ভয়াল অগ্নিকূপ।

চুপ করে রও চুপ-
আমার দহন দিচ্ছে পোড়ে
মিথ্যে কুহক, কুশ্রী শ্বাপদ, আবর্জনার স্তূপ।

চুপ করে রও চুপ-
আমার হাতের স্পর্শ পেলে
কটুগন্ধী ঘুঁটে পোড়ে হয় গন্ধমধুর ধূপ।

সন্ন্যাসী

দৃষ্টিকে সন্ন্যাসী করি, তাকাই যখন কোন রমণীর দিক
যাতে হৃদয় অতলে না মারে উঁকি কামনার নিশি-অমা
নারীরা যাতনা দেয়-যদিও তারাই আবার মায়ার প্রতীক
আরক্তঅধর-উর্বশী যে চায় সে নিক, চাই না তিলোত্তমা
চেয়েছি সহজ চাওয়া, অতিমাত্রায় সাদামাটা জন-এক
বুকভরা যার শুধুই মাংস নয় ভালবাসাও আছে জমা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer