Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আইএসের পতনে ট্রাম্পের উল্লাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২৪ মার্চ ২০১৯

প্রিন্ট:

আইএসের পতনে ট্রাম্পের উল্লাস

ঢাকা : কুর্দি নেতৃত্বাধীন বাহিনী শনিবার ইসলামিক স্টেট ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের পাঁচ বছরের ‘খিলাফত’ সম্পূর্ণভাবে নির্মূলের যে ঘোষণা দিয়েছে তাতে অভিবাদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে সতর্কও করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আইএসের চূড়ান্তভাবে পতন না হওয়া পর্যন্ত আমেরিকা সতর্ক থাকবে।সিরিয়া ও ইরাকে আইএসের আধিপত্য শেষ হলেও এখনও নাইজেরিয়া ও ফিলিপাইনে আইএসের কার্যকলাপ লক্ষণীয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেন , হুমকি এখনও আছে এবং সন্ত্রাসী বাহিনীর ওপর লড়াই অব্যাহত থাকবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, এটা ঐতিহাসিক মাইলফলক। এছাড়া আইএস পুরোপুরি নির্মূল করতে আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

এছাড়া ট্রাম্প শনিবার বিবৃতিতে জানান, আইএসকে চূড়ান্তভাবে দমন করতে আমরা আমাদের পার্টনার ও সহযোগীদের সঙ্গে কাজ অব্যাহত করব।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer