Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

৭২ রানে পিছিয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৭২ রানে পিছিয়ে টাইগাররা

চট্টগ্রাম : ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৭২ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৭২ ওভার শেষে পাঁচ উইকেটে ২২১। সাকিব আল হাসান অপরাজিত রয়েছেন ৩১ রানে।

দিনের শেষদিকে এসে তামিমের মতোই আশা দেখিয়ে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। অধিনায়কের মতো দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন। তবে ব্যক্তিগত ৮৯ রানে ফিরতে হলো তাকে।
৭৭ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের ৭২তম ওভারে বেন স্টোকসের বলটি তার ব্যাট ছুঁয়ে জনি বেয়ারস্টোর গ্লাভসে ধরা পড়ে।

ইংল্যান্ডের দেয়া ২৯৮ রানের টার্গেটে ধীরগতিতে ব্যাট শুরু করে বাংলাদেশ। সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত ৭৮ রান করে ব্যাটির বলে কট বিহাইন্ড হন এই হার্ড হিটার ব্যাটসম্যান। তার ১৭৯ বলের ইনিংসে ছিল ৭টি চার।


এর আগে মেহদী হাসান মিরাজ সহ বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত পারফর্মেন্সে ২৯৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer