Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

৭ দফা দাবিতে উত্তরের ১৬ জেলায় ট্রাক-লরির ধর্মঘট চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৪:০১, ২ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

৭ দফা দাবিতে উত্তরের ১৬ জেলায় ট্রাক-লরির ধর্মঘট চলছে

ঢাকা : মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরের ১৬ জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাক-লরি ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট।

ধর্মঘটের কারণে শুক্রবারও বন্ধ রয়েছে ট্যাংক ও কাভার্ড ভ্যানের চলাচল। মালামাল লোড করা হলেও ছেড়ে যায়নি দূরপাল্লার মালবাহী ট্রাকগোলো। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে বিভিন্ন গন্তব্যে ছুটছেন কাঁচামাল ব্যবসায়ীরা।

এদিকে দ্রুত দাবি পূরণ করা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মালিক-শ্রমিক নেতারা। সমস্যা সমাধানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিকেল ৩টায় আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।

চাঁদাবাজি বন্ধ ও চালকদের লাইসেন্স নবায়নসহ ৭ দফা দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ট্রাক মালিক-শ্রমিকদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer