Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

৬২ জন শহীদের স্মরণে স্মৃতিফলকের নির্মাণ কাজ শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১২, ১৪ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৬২ জন শহীদের স্মরণে স্মৃতিফলকের নির্মাণ কাজ শুরু

নওগাঁ : নওগাঁ শহরের পার্শ্বে বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি গ্রামে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদারদের হাতে নিহত ৬২ জন শহীদের স্মরণে স্মৃতি ফলকের নির্মাণ কাজ শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দোগাছী পশ্চিমপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা বেডো’র নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারী গণকবরের স্মৃতিফলক নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছানুর আল মামুন, সম্মিলিত নাগরিক সমাজের নওগাঁ জেলার সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, এলাকার প্রবীন ব্যক্তিত্ব মোঃ আফজাল হোসেন এবং মহসীন আলী মন্ডল বক্তব্য রাখেন।

উল্লেখ্য নওগাঁ জেলায় পাক সেনাদের প্রবেশের প্রাক্কালে ১৯৭১ সালের ২৮ এপ্রিল দোগাছী, পিরোজপুর, শিমুলিয়া, ইলশাবড়িসহ বিভিন্ন গ্রাম থেকে ৬২ জন নিরীহ মানুষকে ধরে এনে এখানে হত্যা করে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাদের গণকবর দেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer