Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৪০ বছরে বন্যপ্রাণী কমেছে প্রায় ৬০ শতাংশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ২৭ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৪০ বছরে বন্যপ্রাণী কমেছে প্রায় ৬০ শতাংশ

ঢাকা : ১৯৭০ সালের পর থেকে পৃথিবীর বন্য প্রাণীর সংখ্যা অন্তত ষাট শতাংশ কমে গেছে বলে বলছেন গবেষকরা।

পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ এবং যুলোজিক্যাল সোসাইটি অব লন্ডন বলছে, এই ধারা চলতে থাকলে, ২০২০ সাল নাগাদ পৃথিবীর দুই তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে।

বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত শিকার বা মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনকে এজন্য দায়ী করেছেন গবেষকরা।

গত ৪০ বছরে বিশ্বে বন্য প্রাণী কমেছে ৫৮%। পরিসংখ্যানে বলা হচ্ছে যেসব প্রাণী লেক, নদী ও জলাভূমিতে বাস করে তারা বেশি ক্ষতির মুখে পরছে।যদিও যে পদ্ধতিতে এই হিসেব বের করা হয়েছে সেটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে। দি লিভিং প্ল্যানেট রিপোর্ট প্রতি দুই বছর পর পর প্রকাশিত হয়, এর উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণীদের অবস্থান তুলে ধরা ।

২০১৪ সালে সবশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল গত ৪০ বছরে বন্যপ্রাণী অর্ধেকে নেমে এসেছে।
পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ একজন গবেষক ড.বেরেট বলেছেন কিছু কিছু গ্রুপের প্রাণীর অবস্থা অন্যান্যদের চেয়ে তুলনামূলক বেশি খারাপ।

এদের মধ্যে আফ্রিকার হাতি ও হাঙ্গরের সংখ্যা দিন দিন কমছে।

বিবিসি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer