Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

৪টি রোহিঙ্গা নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশিত: ১৫:২৮, ৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৪টি রোহিঙ্গা নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার : শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী পার হয়ে তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বহনকারী চারটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা। 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী চারটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। এসময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা প্রদান করে। পরে তাদের ফেরত পাঠায়।

তিনি আরো জানান, যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বার বার অনুপ্রবেশ করার চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির আরো নজরদারি বাড়ানো হয়েছে।

রাখাইন সৈন্যদের নির্যাতনের কারণে পালিয়ে আসা প্রায় ১২ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer