Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৩১ জানুয়ারি মেক্সিকোর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ২২ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৩১ জানুয়ারি মেক্সিকোর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩১ জানুয়ারি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোকে অভ্যর্থনা জানাবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিয়েন স্পিসার শনিবার বলেন, দিনের শুরুতে দুই প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেন এবং বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা নিয়ে আলোচনার বিষয়ে একমত হন।

নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বিভিন্ন সময় বলেছিলেন, অভিবাসীদের দূরে রাখতে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণ করা হবে এবং মেক্সিকোকে এর ব্যয় বহন করতে হবে। ট্রাম্প এও বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বের করে দেবেন। অবৈধদের অনেকে মেক্সিকোর নাগরিক।

মেক্সিকোর প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শনিবার আলোচনাকালে নিয়েটো ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা উভয়ে নতুন আলোচনার দ্বার খোলার ব্যাপারে একমত হয়েছেন।

মেক্সিকো নাফটার আওতায় তাদের রপ্তানি সমাগ্রীর ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রে পাঠায়। তাই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং তাদের সঙ্গে বাণিজ্য চুক্তিপর্যালোচনা বা সংশোধনের যে অঙ্গীকার ট্রাম্প বিভিন্ন সময় করেছেন তাতে দেশটি শংকায় রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer