Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

‘৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ১৫ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু’

ফাইল ছবি

ঢাকা : আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যেকোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে।
 
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
 
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদ আগামী ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। সেহেতু আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যেকোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে।

আগামী সংসদ নির্বাচনে নিবন্ধিত সকল দলই অংশ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer