Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

৩ গুণীজন গীতাঞ্জলি সম্মাননা পাচ্ছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ২৬ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৩ গুণীজন গীতাঞ্জলি সম্মাননা পাচ্ছেন

ঢাকা : ললিতকলা একাডেমির আয়োজনে রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের স্কিটি অডিটরিয়ামে শুরু হতে যাচ্ছে তিনদিনের ‘যুগপূর্তি উৎসব’।

এতে উদ্বোধনী দিন ২৮ অক্টোবর বিকেল ৫টায় গীতাঞ্জলি সম্মাননা-২০১৬ প্রদান করা হবে। সম্মাননা পাচ্ছেন ৩ গুণীজন- নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী ও চিত্রশিল্পী রফিকুননবী। এছাড়াও থাকবে সাংস্কৃতিক পরিবেশনাও। অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী সভাপতি হাসানুল হক ইনু।

একাডেমির উপদেষ্টা এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে গীতাঞ্জলি পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী ও চিত্রশিল্পী রফিকুননবীর হাতে পদক, সনদপত্র ও আথির্ক মূল্য ২৫ হাজার টাকা তুলে দেবেন অতিথিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৯ অক্টোবর বিকেল ৫টায় এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথি থাকবেন রূপালী প্রপার্টিজ ডেভেলপমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকা। আলোচনা শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সমাপনী হবে (এর বিশদিন পর) ১৮ নভেম্বর বিকেল ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে।

এদিন প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সমাপনী আয়োজনে সভাপতিত্ব করবেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনা শেষে মুনীর চৌধুরীর কর্মময় জীবনের উপর লেখা নাটক ‘মুনীর চৌধুরী’ মঞ্চায়ন হবে। এটির রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer