Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

২৬ জুলাই পর্যন্ত খালেদার জামিন বাড়িয়েছেন হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ১৮ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২৬ জুলাই পর্যন্ত খালেদার জামিন বাড়িয়েছেন হাইকোর্ট

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ২৬ শে জুলাই পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার খালাস চেয়ে আপিল শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

বুধবার পঞ্চম দিনের আপিল শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বেগম জিয়ার জামিন ১৯শে জুলাই পর্যন্ত বাড়ান আদালত। গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান বেগম জিয়া।

তবে তার বিরুদ্ধে আরো ৫টি মামলা বিচারাধীন থাকায় জামিনে বের হতে পারেননি বেগম জিয়া। এদিকে কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বেগম জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer