Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২৫ মিনিট এগোল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ১১ মে ২০১৮

আপডেট: ০০:৩৮, ১১ মে ২০১৮

প্রিন্ট:

২৫ মিনিট এগোল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময়

ঢাকা : প্রতীক্ষিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণের সময় এগিয়ে আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সময় অনুযায়ী-বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা ৪৭ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে যে কোনো সময় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ হবে।

বাংলাদেশ সময় রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে যে কোনো সময় মহাকাশের পথে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ যাত্রা শুরু করবে বলে এর আগে জানানো হয়েছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, মহাকাশে উৎক্ষেপণের আগে গত শুক্রবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের যান্ত্রিক পরীক্ষা সম্পন্ন করে স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অরল্যান্ডোতে কেনেডি স্পেস সেন্টারে এ পরীক্ষা চালানো হয়।

পরীক্ষা শেষে স্পেসএক্স এক টুইটে জানায়, উৎক্ষেপণের আগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়েছে এবং এটি কার্যকর আছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer