Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২২ অক্টোবর ই-টোকেন ছাড়া ভারতীয় ভিসা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২২ অক্টোবর ই-টোকেন ছাড়া ভারতীয় ভিসা

ঢাকা : বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীদের ই-টোকেন ছাড়াই আগামী ২২ অক্টোবর ভারতীয় ভিসা দেয়া হবে।

ন্যূনতম ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এ ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ অক্টোবর শনিবার কোনো ই-টোকেন বা আগাম সাক্ষাৎসূচি ছাড়াই শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবে।

ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাড়ি ১২, সড়ক ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২- এ ভিসা আবেদন কেন্দ্রে তাদের ভ্রমণ ভিসার আবেদন জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের তাদের কলেজ/বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং ভিসা আবেদনপত্রের সঙ্গে তার একটি ফটোকপি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধির শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer