Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় চারস্তরের নিরাপত্তা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১২:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

‘২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় চারস্তরের নিরাপত্তা’

ছবি : ফাইল ছবি

ঢাকা : আগামী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চারস্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ মিনার এলাকায় ইউনিফর্ম পুলিশের পাশাপাশি আমাদের সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীও দায়িত্বে থাকবে। নির্দিষ্ট গেট দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। এসময় তল্লাশি করা হবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এই এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘ভিআইপি ব্যক্তিরা মৎস্য ভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা কেন্দ্রের সামনে গাড়ি রেখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer