Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সব সুবিধা পাবে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ২১ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সব সুবিধা পাবে বাংলাদেশ’

ঢাকা : ২০২৪ সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেলেও ২০২৭ সাল নাগাদ স্বল্পোন্নত দেশের সব সুবিধা পাবে বাংলাদেশ। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার সকালে জাতিসংঘে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, `আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি। আমরা উঠেছি আরও ওপরে যাবো। আমাদের দায়িত্ব আছে আমরা সেটা পালন করছি। আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমাদের চেয়ে খারাপ অবস্থায় তাদের জন্যে জায়গা ছেড়ে দেয়া। জাতিসংঘ আমাদের যে এলডিসি হিসেবে রেগুলেশন দিয়েছে। কিন্তু আমরা কিছু ক্ষেত্রে এর সুবিধা পাবো।`

তিনি আরও বলেন, `বিভিন্ন জায়গায় স্বল্পোন্নত দেশ হিসেবে যে সুযোগ সুবিধা গ্রহণ করি। হ্যাঁ আমরা নিয়ে থাকি সেগুলো। এখন আমাদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে যে আমরা আর এমন দেশ না।`

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer