Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২০২৩ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ১২ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১৬:৩৩, ১২ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

২০২৩ সালে  এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত

ঢাকা : এককভাবে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। প্রথমবারের মতো একক আয়োজক হতে যাচ্ছে ভারত। এর আগে তিনবার (১৯৮৭, ১৯৯৬ ও ২০১১) ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত।

২০১৩ সালেই বিশ্বকাপ আয়োজন করা নিশ্চিত করেছিল ভারত। সেবার লন্ডনে আইসিসির বার্ষিক কনফারেন্সে ভারতকে এই টুর্নামেন্ট আয়োজন করার অনুমোদন দেওয়া হয়। সেই সভায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সেই সময়ের অন্তর্বর্তীকালীন বোর্ডপ্রধান প্রয়াত জগমোহন ডালমিয়া।

সোমবার দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে আয়োজনের কথাও জানানো হয়। সভায় ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের ফিউচার ট্যুর প্রোগ্রামও (এফটিপি) ঘোষণা করা হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer