Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে : ত্রাণমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ৯ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে : ত্রাণমন্ত্রী

ঢাকা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী বাজারে শরীফ উল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সটাকী গ্রামসহ উপজেলার ৮টি গ্রামে নবনির্মিত ১৩ দশমিক ৯০৭ কি.মি. বিদ্যুৎ লাইন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী একথা বলেন।

উপজেলার সটাকী, আমিয়াপুর, মনুরকান্দি, বিনন্দপুর, ইন্দুরিয়া, নয়ানগর, ছোটহলদিয়া’সহ মোট ৮টি গ্রামে ২ কোটি ৮ লক্ষ ৬০ ৫শ’ টাকা ব্যয়ে নির্মিত ১৩.৯০৭ কি.মি. বিদ্যুৎ সংযোগ সুইচ টিপে উদ্বোধন করেন মায়া চৌধুরী। এতে ১ হাজার ২০৩ জন গ্রাহক বিদ্যুত সংযোগ পেয়েছেন।

ত্রাণমন্ত্রী বলেন, বিদ্যুৎ মানুষের এখন অন্যতম চাহিদা। বিদ্যুৎ ছাড়া দেশ, জাতি এবং উন্নয়ন কোনোটাই সম্ভব না। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর সরকারের এক নম্বর অগ্রগতি রেখেছেন বিদ্যুৎ খাতে। আপনারা সবাই জানেন, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছাড়েন, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ২০০ মেঘাওয়াট। অর্থাৎ তখন বাংলাদেশে ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টাই বিদ্যুৎ ছিল না। কোন কোন সময় দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকতো না।

মায়া চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। সেই লক্ষ্যে আপনারা যারা এ বিদ্যুৎ বিভাগে কাজ করছেন তাদের সকলকে একযোগে সহযোগিতা করতে হবে। গ্রাহকদের সর্বাত্মক সেবা দিতে হবে। কোনোভাবেই গ্রাহকরা যাতে ভোগান্তি না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু তাহেরের সভাপতিত্বে এবং ষাটনল ইউপি চেয়ারম্যান ও ষাটনল ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম শরীফ উল্লা সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer