Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

২০১৯ সালের মধ্যে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২২ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০১৯ সালের মধ্যে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আশা

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংম্পূর্ণতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

বিএফআরআই ডিজি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বিদেশ থেকে একটি জাহাজ এনে সমুদ্রে জরিপ চালিয়েছিলেন। এখনো সেই জরিপ অনুসারেই দেশ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই একটি জরিপ জাহাজ এনেছেন, যা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এ ছাড়াও সমুদ্রে মাছের জরিপ করতে প্রধানমন্ত্রী আরো একটি বড় জাহাজ ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের (বিএফআরআই ) উদ্দোগে ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠে তিনদিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বিএফআরআই অডিটরিয়ামে তিন দিনব্যাপি মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পণা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিএফআরআই সাবেক মহাপরিচালক মোঃ জাহের, বিএফআরআই পরিচালক ড. খলিলুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ এনামূল হক, বাকৃবি অধ্যাপক ড. মোঃ মাহফুজুল হক, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মোঃ আলেকুজ্জামান, বাংলাদেশ তিলাপিয়া সমিতির সভাপতি রীতিশ পন্ডিত, বাংলাদেশ হ্যাচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে তিনদিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় । মেলায় ২২টি স্টল রয়েছে, এতে সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিসমূহ স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত ।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer