Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

২০১৯ সালে মংলার সাথে ভারতের রেল যোগাযোগ স্থাপন

শেখ হেদায়েতুল্লাহ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১৩ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০১৯ সালে মংলার সাথে ভারতের রেল যোগাযোগ স্থাপন

ছবি: বহুমাত্রিক.কম

খুলনা : খুলনা মংলা নতুন রেললাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজে এর উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত সরকার মংলা বন্দরকে অধিক গুরুত্ব দিয়েই এ রেল লাইন নির্মাণ করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি এ প্রকল্পের কাজ শেষ হবে। এতে মংলা বন্দরের সাথে ভারতের রেল যোগাযোগ স্থাপন হবে।

মংলা বন্দর থেকে খুলনার ফুলতলা পর্যন্ত এ রেল লাইনে ৮টি ষ্টেশন নির্মাণ করা হবে। ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লি: ২০১৯ সালের মধ্যে রেল লাইন নির্মাণ কাজ সম্পন্ন করবে।

১শ ১৪ কোটি ৯লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পের উদ্বোধনকালে বাংলাদেশ ও ভারতের রেলওয়ের উর্ধতন কর্মকর্তারাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ভারতীয় হাই কমিশনার খুলনায় চেম্বার এ্যান্ড কর্মাস ভবনে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যম কর্মীসহ সূধিজনের সাথে মতবিনিময় করেন।

খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ আবদুস সামাদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুল হক মিয়া, এনডিসি, খুলনার পুলিশ কমিশনার জনাব নিবাস চন্দ্র মাঝি, ডিআইজি, খুলনা রেঞ্জ জনাব এস এম মনির-উজ-জামান, জেলা প্রশাসক, খুলনা জনাব নাজমুল আহসান, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্ষ্ট সেক্রেটারি (এইচ ও সি) অরুনধুতি দাস, ফার্ষ্ট সেক্রেটারি এন্ড রেলওয়ে এডভাইজার মিস্টার দিব্য অঞ্জন রায়, সেকেন্ড সেক্রেটারী (পলিটিকাল এন্ড ভিসা) মিস মনু স্মৃতি, সেকেন্ড সেক্রেটারি (কমার্শিয়াল) মিষ্টার শিশির কোঠারী, থার্ড সেক্রেটারী মিষ্টার রাকেশ চৌধুরী, প্রেস এটাচি মিষ্টার রঞ্জন মন্ডল প্রমূখ।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer